ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাবার হাত ভেঙে দিল মাদকাসক্ত ছেলে

বাবার হাত ভেঙে দিল মাদকাসক্ত ছেলে

আহত আফতাব উদ্দিন - সমকাল

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২১ | ০৮:০৬ | আপডেট: ২৬ জুলাই ২০২১ | ০৯:২৪

কুষ্টিয়ার খোকসা উপজেলায় জমি রেজিস্ট্রি করতে না দেওয়ায় আফতাব উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির হাত ভেঙে দিয়েছে তার মাদকাসক্ত ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে আফতাব উদ্দিনের (৬৩) সঙ্গে তার ছেলে বিল্লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল তার বাবার হাত ভেঙে ফেলে। 

আহত আফতাবের স্ত্রী বেদানা বেগম জানান, এক বছর আগে ছেলে বিল্লাল নানাভাবে হুমকি দিয়ে তিন শতক জমি তার নামে রেজিস্ট্রি করে নেয়। আবারও দুই শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি করে সে। এতে রাজি না হওয়ায় বিল্লাল কিছু লোকজনসহ বাড়িতে হামলা চালায়।

তিনি আরও জানান, তার স্বামীর ডান হাতের হাড় ভেঙে তিন টুকরো হয়ে গেছে। রাতেই আফতাব উদ্দিন বাদী হয়ে খোকসা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বিল্লালের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও রিসিভ করেনি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, তিনি ব্যাপারটা শুনেছেন। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×