ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কলের লাঙল কেড়ে নিল শিশুর প্রাণ

কলের লাঙল কেড়ে নিল শিশুর প্রাণ

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০৮:৫২

জমি চাষের সময় আইলে বসে থাকা শিশুর ওপর কলের লাঙল (ট্রাক্টর) উঠে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মামুন মিয়া (৯)। সে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া (কুলিয়ারচর) গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় উজানচরনওপাড়া সরকারি প্রাথমিক বিদালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল মামুন।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে মামুনদের ফসলি জমির পাশে আবদুল মোতালেবের জমি কলের লাঙল দিয়ে চাষ করা হচ্ছিল। ওই জমি চাষ শেষে তাদের জমি চাষ করার কথা ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোতালেবের জমি চাষের সময় ক্ষেতের আইলে বসে ছিল মামুন। হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপরে উঠে যায়। এতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার মাথা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই শিশুটির লাশ উদ্ধার করে। জব্দ করা হয় কলের লাঙলটি। তবে চালক পালিয়ে গেছে।

শিশুটির মৃত্যু হলেও তার পরিবার কোনো অভিযোগ করতে রাজি নয়। ওই অবস্থায় পুলিশ নিজ উদ্যোগে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া বলেন, কলের লাঙলে প্রাণ গেছে শিশুটির। মাথা ক্ষতবিক্ষত হওয়ার কারণেই মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবার কোনো অভিযোগ করলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×