ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা

পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের দক্ষিণ পশ্চিম কোণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি ও লৌহজং সংবাদদাতা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ০৮:৫৫ | আপডেট: ০৯ আগস্ট ২০২১ | ১১:৪৩

পদ্মা সেতুর খুঁটিতে আবারও ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে সেতুর ১০ নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। এতে পিলার ক্যাপের ২ ফুট খসে গেছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ফেরিটি এখন শিমুলিয়া ঘাটের ২ নম্বর ঘাটে আছে। তবে কর্মস্থলে না থাকার কারণে তিনি এর বেশি কিছু জানেন না।

পিলারে ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী ট্রাক প্রাইভেট কারের  উপর যায়। ছবি: সমকাল

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। সন্ধ্যা ৭টার দিকে মাওয়া প্রান্তে সেতু অতিক্রম করার সময় ১০ নম্বর খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ধাক্কা লাগার পর একটি পণ্যবাহী ট্রাক ফেরিতে থাকা অন্য দুটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়ে। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই-তিনজন আহত হয়েছেন বলে শুনেছেন। ধাক্কা লেগে ফেরির তলায় ফাটল দেখা দিলে পানি উঠলেও এটি শিমুলিয়া ঘাটের ২ নম্বর ঘাটে নোঙর করতে সক্ষম হয়।

মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, সেতুর খুঁটির দক্ষিণ-পশ্চিম কোণ এবং ফেরির পেছনের অংশে ক্ষতি হয়েছে।

পিলারে ধাক্কা লেগে ফেরির তলায় ফাটল দেখা যায়। ছবি: সমকাল

জেলা পুলিশের একটি সূত্র জানায়, পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনার পর শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করে সব গাড়ি আনলোড করে। এ সময় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও ট্রাকটি ঘাট এলাকায় আটকে রাখা হয়। ঘটনার পরপরই লৌহজং থানা পুলিশ এবং নৌ পুলিশের একটি দল সেতুর ১০ নম্বর খুঁটি পরিদর্শনে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, ঘটনার পরপরই তারা উদ্ধার কাজে নেমে পড়েন।

এর আগে ২৩ জুলাই সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানসহ দু'জনকে বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন

×