ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমেকের করোনা ইউনিটে আগুন

কুমেকের করোনা ইউনিটে আগুন

কুমেকের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে - সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১ | ১১:০৫

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দুপুরে করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের একটি রুমে সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ভবন থেকে নিচে নেমে যান। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন রিফিল কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই হাসপাতালের সংশ্নিষ্টরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমেক হাসপাতাল পরিচালক মো. মহিউদ্দিন জানান, গ্যাস রিফিল করার সময় একটি সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে সংশ্নিষ্ট কক্ষের জানালার কাচগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক আছে।

আরও পড়ুন

×