বিয়ের প্রতিশ্রুতিতে আপত্তিকর ভিডিও ধারণ, টাকা না পেলে ছড়িয়ে দেওয়ার হুমকি

প্রতীকী ছবি
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১ | ০৬:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ | ০৬:২৮
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রতিশ্রুতিতে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বখাটে প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন অভিযুক্তরা। এ ঘটনায় প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মামলার এজাহার থেকে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামের আইয়ুব আলী মিস্ত্রির ছেলে মো. রিয়াদ হোসেন এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতেন রিয়াদ। স্থানীয়ভাবে রিয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও তা প্রত্যাখ্যান করে রিয়াদ ও তার পরিবার। পরে ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এরপর রিয়াদ ফেক আইডি থেকে ওই তরুণীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
রিয়াদের প্রভাবশালী পরিবারের কাছে স্থানীয়ভাবে বিচার চেয়ে না পেয়ে গত বুধবার গজারিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারায় মামলা করে ভুক্তভোগী তরুণীর পরিবার।
গজারিয়া থানার এসআই কামাল উদ্দীন মিয়া জানান, এ ঘটনায় মূল আসামি রিয়াদসহ অপর আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।