মধুপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সেলিম মিয়া
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৩০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৪:২০
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুই সন্তানের জননীকে (২৬) বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি সেলিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মামলা হওয়ার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ছলিম উদ্দিন ওরফে সুমোর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, তিন বছর আগে ভুক্তভোগী নারীর ডিভোর্স হয়। তারপর থেকে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন তিনি। আত্মীয়ের সাথে পরিচয়ের সূত্র ধরে সেলিমের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেলিম তাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। তাদের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো। সেলিমকে বিয়ের কথা বললে তালবাহানা শুরু করে।
ওই নারী মামলার অভিযোগে উল্লেখ করেন, তিনি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- টাঙ্গাইল
- ধনবাড়ী
- বিয়ের প্রলোভনে ধর্ষণ
- ধর্ষণ
- পুলিশ