ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাকরির প্রলোভনে আটকে রেখে যৌন ব্যবসা, গ্রেপ্তার ৩

চাকরির প্রলোভনে আটকে রেখে যৌন ব্যবসা, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৭ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৭

চট্টগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার প্রাণ হরিদাস রোডের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই নারীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলো- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইছাখালী গ্রামের মর্জিনা বেগম, সন্দ্বীপ থানার বাউরিয়া গ্রামের মনির হোসেন ও লক্ষ্মীপুরের রামগতি থানার বড়খিরি গ্রামের রাশেদ উদ্দিন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কাজের খোঁজে থাকা দুই নারীকে চাকরির প্রলোভন দিয়ে বাসায় নিয়ে আটকে রাখে আসামিরা। এর পর তাদের যৌন ব্যবসায় বাধ্য করা হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে।

আরও পড়ুন

×