ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধানক্ষেতে মিলল কিশোরের লাশ

ধানক্ষেতে মিলল কিশোরের লাশ

 পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৫:১৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৫:২৯

চট্টগ্রামের কর্ণফুলীতে মুহাম্মদ শাকিল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মোহাম্মদ আলী সড়কের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে করা হয়।

মারা যাওয়া শাকিল শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ নাজিমের ছেলে। পুলিশেল ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, সকালে বিলের মধ্যে ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন

×