ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে কলেজশিক্ষকের

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৩২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৩২
রাজশাহীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামের একজন কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পবা উপজেলায় বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক মাসুদ রানা বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে। তিনি মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে কলেজ শিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজকোল্ড স্টোরের সামনে আসলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গীও গুরুতর আহত হয়েছেন।
ওসি জানান, নিহত মাসুদ রানার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু ড্রাইভার আর হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হবে।