ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

শেখ হাসিনার জন্মদিনে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

শেখ হাসিনার জন্মদিনে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

যুবলীগ ফরিদপুর জেলা শাখার আলোচনা সভায় সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ এবং অন্য নেতারা- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৯:২৫

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক সমাবেশে এ আহবান জানান তারা।

মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহাসিক অম্বিকাময়দানে আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে. আজাদ, কৃষি গবেষক ও সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহ্দাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এস এম শাহ আলম মুকুল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফরিদপুরের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।


জননেত্রী শেখ হাসিনার জন্সদিনে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গিকার করে তিনি বলেন, ফরিদপুর সদরে নব্য স্বৈরাচারের পতন হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান শুদ্ধি অভিযানের মধ্যদিয়ে আমরা ফরিদপুরবাসী মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। ফরিদপুর সদরের এমপি খন্দকার মোশাররফ হোসেনকে ইংগিত করে তিনি বলেন, ওই দানব আর ফিরে আসবেনা, যারা সেই অপেক্ষায় আছেন তারা ভুল ঙেঙে ফিরে আসুন, এখনও সুযোগ আছে।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার বলেন, সমুদ্র বিজয়, করোনা প্রতিরোধে সাফল্য, উড়াল সেতু, পদ্মা সেতু, মেট্টরেল দেখলেই বোঝা যায় দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, যার কারিগর জননেত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক বলেন, ফরিদপুরের শুদ্ধি অভিযানে যারা আটক হয়েছেন তারা আর রাজনীতিতে কখনও ঠাঁই পাবে না।
তিনি বলেন, জননেত্রী তাদেরই ছুড়ে ফেলে দেন, যারা সাধারণ মানুষকে অত্যাচার করে। আর যারা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন কোন দিক যাবেন, তারা হুশিয়ার হন, অত্যাচারিরা আর কখনও ফিরে আসবেনা। আমরা আগামিতে ঐক্যবদ্ধ হয়ে সকল সড়যন্ত্র মোকাবেলা করবো।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে. আজাদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা করি। তিনি দীর্ঘজীবী হলেই বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা বহার থাকবে।

ফরিদপুরের বেকারত্ব সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে একটি স্পেশাল ইকোনোমিক জোন হওয়া খুবই প্রয়োজন। এটি হলে এলাকার শিক্ষিত ও দক্ষ ছেলে-মেয়েরা চাকরি পাবে। এ ব্যাপারে প্রধান অতিথিসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে ও তৌফিক হোসেন পুচ্চির উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, রাহাত খান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইতমাম হাসিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।


আরও পড়ুন

×