রূপসী পাহাড়ে খুঁটিতে ঝুলছিল লাশটি

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৪
চট্টগ্রামের খুলশীতে অবস্থিত রূপসী পাহাড়ের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় খোকন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রূপসী পাহাড়ে জাতীয় গ্রিড লাইনের বিশাল একটি লোহার খুঁটির সঙ্গে খোকনের লাশটি ঝুলছিল। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) মো. শাহ আলম বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, এক লাখ ৩০ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোকনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
- বিষয় :
- চট্টগ্রাম
- খুলশী
- বৈদ্যুতিক খুঁটি
- যুবকের লাশ