বিক্রমপুর জাদুঘরে দুর্লভ প্রজাতির ২০০ চারা রোপণ

রঙিন উদ্যান তৈরিতে কাজ করল তরুপল্লব নামের একটি সংগঠন। ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১ | ০৯:৫৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২১ | ০৯:৫৪
রঙিন উদ্যান তৈরিতে কাজ করল তরুপল্লব নামের একটি সংগঠন। এরই অংশ হিসেবে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের জমিদারবাড়িতে স্থাপিত বিক্রমপুর জাদুঘরে পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্লভ প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার সকালে বিক্রমপুর জাদুঘর চত্বরে প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন এসব চারা রোপণ করে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং তরুপল্লবের সৌজন্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাহিত্যিক সেলিনা হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী মোকাররম হোসেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. আবব্দুল মালেক ভূঁইয়া, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কথাশিল্পী ঝর্ণা রহমান, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য হানিফ বেপারী এবং তরুপল্লব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অন্য কর্মকর্তারা।
তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, রঙিন উদ্যান তৈরিতে কাজ করে যাচ্ছে তরুপল্লব। বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বীজ বা চারা সংগ্রহ করে নিরাপদ স্থানে রোপণের ব্যবস্থা করছি। এর ধারাবাহিকতায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে বিক্রমপুর জাদুঘরে ২০০টি চারা রোপণের ব্যবস্থা নেওয়া হয়।
সংগঠন সূত্র জানায়, দুর্লভ প্রজাতির উদ্ভিদগুলোর মধ্যে স্বর্ণচাঁপা, নাগমণি, জগডুমুর, কনকচাঁপা, শিউলি, সোনালু, জ্যাকারান্ডা, নাগলিঙ্গম, গর্জন, রক্তন, নারিকেল, বৌদ্ধ নারিকেল, উদাল, আমড়া, ডেউয়া, সুপারি, হরীতকী গাছের চারা অন্যতম।
- বিষয় :
- দুর্লভ প্রজাতি
- চারা রোপণ
- মুন্সিগঞ্জ