মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ১০:৩৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ১০:৩৪
দীর্ঘ ২৩ বছর আগে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে, খেয়ে না খেয়ে বড় করেছেন দুই ছেলেকে। ভেবেছিলেন, এবার বুঝি তার কপাল ফিরবে। কিন্তু দুঃখ আর ঘুচল না মায়ের। তাই বাধ্য হয়েই মাদকাসক্ত ছেলে রাশেদ মিয়াকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা আমেনা বেগম (৫৩)। সোমবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত রাশেদ মিয়াকে এক মাসের কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই সন্তানের বাবা রাশেদ মিয়া দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। তিনি সংসারের কোনো দায়িত্ব পালন করেন না। উল্টো মাদক সেবন করে ছোট ভাই আরিফ ও মা আমেনাকে মারধর করেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে আমেনা বেগম সোমবার সকালে প্রতিবেশীর সহায়তায় রাশেদ মিয়াকে ধরে ফুলছড়ি থানা পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন রাশেদ মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করেন।
রাশেদ মিয়ার মা আমেনা বেগম বলেন, 'আমি বহু চেষ্টা করেও তারে ভালো করতে পারি নাই। সে শুধু সংসারই শেষ করে নাই, আশপাশের পোলাপানরেও নষ্ট করছে। শেষে আমি বাধ্য হয়ে ছেলেরে পুলিশের হাতে তুলে দিলাম।'