ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিদ্রোহী প্রার্থীকে এমপির হুমকি

'তোমার আকাশে সূর্য উঠবে না ১২ নভেম্বর'

'তোমার আকাশে সূর্য উঠবে না ১২ নভেম্বর'

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১ | ০৯:৩৫ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১ | ০৯:৩৫

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খাদেমুন নবী চৌধুরীকে হুমকি দিয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের পরের দিন ১২ নভেম্বর নতুন সূর্য উঠবে। কিন্তু তোমার আকাশে সূর্য উঠবে না।’ 

বুধবার বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে নৌকার প্রার্থী মাইনুল ইসলামও উপস্থিত ছিলেন।

তানোর উপজেলার সাতটি ইউপির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। উপজেলার কলমা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাদেমুন নবী চৌধুরী। তার প্রতীক চশমা।

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় গিয়ে নৌকার প্রার্থীর জন্য ভোট চাওয়া এবং বিদ্রোহী প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে খাদেমুন নবী চৌধুরী বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এসময় এমপির বক্তব্যের ধারণ করা ভিডিও ক্লিপও রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়।পরে দুপুরে জেলা প্রশাসকের কাছেও একই অভিযোগ দেন তিনি। 

এমপির বক্তব্যের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিদ্রোহী প্রার্থীকে ‘মিস্টার মোস্তাক’ ও ‘মিস্টার মীর জাফর’ সম্বোধন করে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সেদিন বঙ্গবন্ধু বোঝেননি বলে আজ আমরা বুঝব না, তা হবে না। ১১ নভেম্বরের পরের দিন ১২ নভেম্বর হবে। সেদিন নতুন সূর্য উঠবে, কিন্তু তোমার আকাশে কোনো সূর্য উঠবে না।’

তিনি বলেন, 'কলমা ইউনিয়নে বিদ্রোহ কিসের? যেখানে এমপি আছে, সেখানে ছোট্ট একটি পদে কামড়াকামড়ির কি আছে? তারা চাচ্ছে আমি ফারুক চৌধুরী যেন ধ্বংস হই। আমাকে যারা ধাক্কা মেরে ফেলে দিতে চাচ্ছে, তারা কারা? আমি দেখতে চাই তাদের আপনারা কোথায় রাখবেন। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানতে হবে।'

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, '১১ নভেম্বরের পরে ১২ নভেম্বর ফারুক চৌধুরী এমপি থাকবে কি থাকবে না? শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না? সেদিন এই মোস্তাক আর মীরজাফরের কী হবে? আমি বলতে চাই মি. মোস্তাক, মি. মীরজাফর সেদিন বঙ্গবন্ধু ঝোঝে নাই বলে আমরা বুঝবো না তা কিন্তু না। ১১ নভেম্বরের পরে ১২ নভেম্বর নতুন সূর্য উঠবে। কিন্তু সেদিন তোমার আকাশে সূর্য উঠবে না। তুমি আওয়ামী লীগ করবা আর শেখ হাসিনার সিদ্ধান্ত মানবে না তুমি এতো বড় বাঘের বাচ্চা হতেই পারো না। তোমাকে আমরা বিড়াল বানিয়ে দেব।’ 

ফারুক চৌধুরী বলেন, 'আজকের এই কথা বলার পরে নিজের বাড়িতে গিয়ে বসে থাকবা। মাইকে ঘোষণা দেবা আমি মাফ চাচ্ছি। সারাজীবনের শ্রম বিফলে যেতে দেব না। যদি না মানো তবে নিজেই বুঝবা ১২ তারিখে তোমার কি হচ্ছে।'  

এবিষয়ে কথা বলার জন্য এমপি ওমর ফারুক চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এধরনের একটি অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×