সিলেটের বাজারে ১শ’ কেজির বাঘাইড়

১শ’ কেজির বাঘাইড় মাছ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১ | ০৩:৩৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০২১ | ০৩:৩৪
সিলেট নগরীর মাছের বাজার লালবাজারে কেজি ধরে বিক্রি হয়েছে ১শ’ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
রোববার সকালে মাছটি ১২শ’ টাকা কেজি ধরে বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী তোফাজ্জল মিয়া। এর আগে তিনি শনিবার রাতে সুনামগঞ্জের সুরমা নদী থেকে মাছটি কিনে সিলেটে নিয়ে আসেন।
ওইদিন রাতে স্থানীয় এক মৎস্য শিকারী বড়শি দিয়ে মাছটি ধরেন বলে জানান তোফাজ্জল।
রোববার সকালে মাছ কেটে বিক্রির আগে উৎসুক জনতার ভিড় জমে। অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ফলে ক্রেতা ও উৎসুক জনতা মাছটি দেখতে লালবাজারে ছুটে যান।
গত কয়েক বছরের মধ্যে শত কেজি ওজনের বাঘাইড় মাছ সিলেটের কোনো বাজারে বিক্রি হয়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
- বিষয় :
- সিলেট
- বাঘাইড় মাছ
- মাছ বিক্রি