ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেঘনায় ট্রলারডুবি: ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

মেঘনায় ট্রলারডুবি: ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

ছবি: ফাইল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১ | ০৭:৪০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ | ১১:০৭

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছধরার ট্রলারডুবিতে বাবা-ছেলে নিখোঁজের ঘটনায় বাবার লাশ উদ্ধার হলেও ছেলে নুরউদ্দিনের সন্ধান এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও স্বজনরা তার কোনো খোঁজ পাচ্ছেন না।

গত ৬ নভেম্বর নদীতে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবিতে ওই দু'জন নিখোঁজ হয়েছিলেন। তারা উপজেলার চরফলকন জাজিরা এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরহাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে রাখা কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মাছধরার একটি ট্রলার ডুবে যায়। এতে চার জেলে সাঁতরে তীরে উঠলেও দুই জেলে নুরুজ্জামান ও তার ছেলে নুরউদ্দিন নিখোঁজ হন। দুই দিন পর মেঘনা নদীর উপজেলার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। কিন্তু ১০ দিন পার হয়ে গেলেও ছেলে নুরউদ্দিনের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, নিখোঁজ নুরউদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে।



আরও পড়ুন

×