চট্টগ্রাম বন্দরে এল রেলের ১০ ইঞ্জিন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১ | ১০:৩২ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ | ১০:৩২
দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের কাছ থেকে আনা ১০টি নতুন লোকোমোটিভ (ইঞ্জিন) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ইঞ্জিনগুলো খালাস করে পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ শপে রাখা হবে।
এদিকে আগে আনা ১০টি ইঞ্জিনের মধ্যে তিনটি এরই মধ্যে অকেজো হয়ে গেছে বলে জানা গেছে। আমদানির পর ইঞ্জিনগুলো পড়ে ছিল এক বছর। হয়ত এ কারণে ইঞ্জিন তিনটি অকেজো হয়ে থাকতে পারে। বর্তমানে এগুলো মেরামত করা হচ্ছে।
কোরিয়া থেকে মোট ২০টি ইঞ্জিন আনার চুক্তি ছিল। এ চালান নিয়ে সবগুলো ইঞ্জিন দেশে চলে এসেছে।
ইঞ্জিন ক্রয় প্রকল্পের ম্যানেজার ও বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (প্রকল্প) মো. হাসান মুনসুর জানান, রোববার সন্ধ্যায় রেলওয়ের নতুন ১০টি ইঞ্জিন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের কাছ থেকে ইঞ্জিনগুলো নেওয়া হয়েছে।
এবার ইঞ্জিনগুলো বন্দর থেকে খালাস করার কাজ চলছে। এগুলো খালাস করে পাহাড়তলী ডিজেল শপে নিয়ে যাওয়া হবে।
ইঞ্জিনগুলো সংযোজন প্রসঙ্গে তিনি বলেন, এগুলোর আগে টেস্ট ট্রায়াল দেওয়া হবে। টেস্ট ট্রায়ালের ১৫ থেকে ২০ দিন পর ইঞ্জিনগুলো রেলে যুক্ত করা হবে। এছাড়া ইঞ্জিনগুলো তিন হাজার সিরিয়ালের বলে জানান তিনি।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- রেল
- ইঞ্জিন
- চট্টগ্রাম
- বন্দর