ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নির্জন সড়কের পাশে পড়ে ছিল নারী ও শিশুর মরদেহ

নির্জন সড়কের পাশে পড়ে ছিল নারী ও শিশুর মরদেহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১ | ২০:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ | ২০:৫৬

গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকা থেকে নারী ও এক মেয়ে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নারী ও শিশুটি সম্পর্কে মা- মেয়ে। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বুধবার মধ্য রাতে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  

স্থানীয়রা জানান, এলাকাটি নির্জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের এখানে এনে গলা কেটে হত্যা করেছে। 

গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকর জানান, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে নারীর বয়স আনুমানিক ২৭ বছর হবে। তার পরনে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা। আর মেয়েটির বয়স ৪-৫ বছর হবে। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত নারী ও শিশুর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ।


আরও পড়ুন

×