নওগাঁয় সাপের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ওই দম্পতির ঘরে থাকা মাছ ধরার জালে আটকে পড়া সাপ -সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৫:০১
নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের কামড়ে বেলাল হোসেন (২৬) ও মৌসুমী আক্তার (২১) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে সাপ তাদের কামড় দেয়। পরে স্থানীয়রা তাদের ঘরে থাকা মাছ ধরার জালে একটি সাপ আটকে থাকতে দেখে।
নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার রাতে তারা রাতের খাবার শেষে ঘুমাতে যান। ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপ কামড় দেয়। বিষয়টি তারা বুঝতে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাতেই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, এক মাস আগে একই ভাবে ঘুমের মধ্যে বেলাল হোসেনের বাবা সিরাজ উদ্দিনকে সাপে কামড়ালে তিনি মারা যান।