১১ বছর পর গ্রেপ্তার হলেন মৃৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৫:০২ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৫:২৫
বরিশালের ব্যবসায়ী সুলতান বাদশা (৫০) হত্যাকাণ্ডের আসামি আনোয়ার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, যিনি হত্যাকাণ্ডের পর পালিয়ে বেড়াচ্ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন সমকালকে জানান, গত রোববার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তারা।
সগীর হোসেন বলেন, ‘আনোয়ার ছদ্মনামে চট্রগ্রাম ও রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এক বছর আগে শরিফুল নাম ধারণ করে সে আশুলিয়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে বার্ণিশ মিস্ত্রির কাজ করে আসছিল। গোপন সূত্রে তার অবস্থানের খবর নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়।’
পরিদর্শক সগীর জানান, আনোয়ার হোসেনকে সোমবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের মৃত আব্দুর কাদের খানের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ দপ্তর থেকে জানা গেছে, ২০১০ সালের ২ জুনকে সুলতান বাদশাকে নগরীর পোর্ট রোড থেকে অপহরন করা হয়। তিন দিন পর ৫ জুন ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরে চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর নুতনচরে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।
নিহত সুলতান বাদশা বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
সুলতান বাদশা হত্যা মামলায় আদালত ২০১৩ সালে ৬ আসামির মধ্যে আনোয়ার হোসেন, বশির ও ইউনুসকে মৃত্যুদণ্ড দেন। মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া
ইউনুস মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে ফাঁসির কনডেম সেলে রয়েছে। বশির ও আনোয়ার পলাতক ছিলেন।