ওসমানীনগরে ২০ দিনেও সন্ধান মেলেনি ৪ যুবকের

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১ | ১০:২২ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ১০:২২
সিলেটের ওসমানীনগরের একই গ্রামের চার যুবক গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাবলিগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ। এমনকি তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। এঘটনায় ওসমানীনগর থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ চার যুবক হলেন- ওসমানীনগরের দয়ামী ইউনিয়নের দয়ামীর গ্রামের শেখ শামছুল হক স্বপনের ছেলে সিলেট লিডিং ইউনির্ভাসিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে মুফতি হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে মাদরাসার নবম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম তুহিন (২৪) ও প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে ফিটনেস ট্রেইনার সাদিকুর রহমান (৩৩)।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ওসমানীনগরের দয়ামীর ইউনয়নের দয়ামীর গ্রামের ৪ যুবক তাবলিগে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এর পর থেকে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এমনকি তাদের ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পাননি স্বজনরা। শেষ পর্যন্ত যুবকদের কোন সন্ধান না পেয়ে গত ২৭ নভেম্বর নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ যুবকদের কোনো সন্ধান বের করতে পারেনি পুলিশ।
সাইফুল ইসলাম তুহিনের পিতা মানিক মিয়া বলেন, ‘আমার ছেলে তুহিনসহ ৪ জন তাবলিগে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন বলেন, ‘তাবলিগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এব্যাপারে ওসমানীনগর থানায় একটি জিডিও করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম আমাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিয়েছে। কিন্তু এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি।’
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, নিখোঁজ যুবকদের সন্ধানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করে যাচ্ছে।
- বিষয় :
- সিলেট
- নিখোঁজ
- যুবক নিখোঁজ
- সাধারণ ডায়েরি