ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্যানে ঝুলছিল পলিটেকনিক ছাত্রের লাশ

ফ্যানে ঝুলছিল পলিটেকনিক ছাত্রের লাশ

প্রতীকী ছবি

বগুড়া ব্যুারো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ২৩:৫১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০০:০৩

বগুড়ায় মিজানুর রহমান মুন্না (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের কাটনারপাড়া এলাকার একটি মেসে ফানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্না জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম এলাকার তোজাম্মেল সরকারের ছেলে এবং তিনি শহরের ফুলবাড়ী এলাকার ব্রাইট পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন।

ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, সকালে খবর পেয়ে কাটনারপাড়া এলাকার রেজাউল করিম শফিকের পাঁচতলা বাসার মেস থেকে মুন্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরতহালে তার শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে মুন্না আত্মহত্যা করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×