আলফাডাঙ্গায় ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৭:১৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ০৭:১৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর দায়িত্ব গ্রহণ করেন রফিকুল হক। তার আগে এই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন তৌহিদ এলাহী।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত ইউএনও উন্মুক্ত আলোচনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
তিনি এ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
ইউএনও বলেন, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে আলফাডাঙ্গা উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে আলফাডাঙ্গাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ফরিদপুর
- আলফাডাঙ্গা
- ইউএনও
- গণমাধ্যমকর্মী
- মতবিনিময়