ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ০৫:২৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ০৬:১৭

চট্টগ্রাম নগরের ইপিজেডে স্ত্রীকে হত্যার দায়ে আলেক শাহ নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আলেক শাহ নেত্রকোনা জেলার কেন্দুয়ার চিতুলিয়া এলাকার শন্তু মিয়ার ছেলে।

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আশা মনি হত্যা মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আলেক শাহকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে ইপিজেড থানার ওয়াসা গলির আম্বিয়া ভবনে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রী আশা মনিকে হত্যা করেন আলেক শাহ। পরে ইপিজেড থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের দিনই বাসা থেকে আলেক শাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন ইপিজেড থানায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৬ ডিসেম্বর আলেক শাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

আরও পড়ুন

×