টেকনাফে এক জালে ধরা পড়ল ৩শ’ মণ মাছ

বাইস্যা জাল ধরা পড়া নানা প্রজাতির মাছ - সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ১০:০৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ১০:৫৫
কক্সবাজার টেকনাফে শাহপরীর দ্বীপ উপকূলের মো. কলিম উল্লাহর বাইস্যা জালে ধরা পড়ল প্রায় ৩শ’ মণ মাছ। সোমবার সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌকার ঘাটে এ মাছ ধরা পড়ে।
জেলে কলিম উল্লাহ জানান, ‘সোমবার ভোরে পশ্চিম পাড়া সৈকতে বাইস্যা জাল ফেলি। সকাল ১০টার দিকে জাল টেনে তুলে দেখতে পাই প্রচুর মাছ। এরমধ্যে রয়েছে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি। বিভিন্ন প্রজাতির প্রায় ৩শ’ মণ মাছ। পরে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করি।’
জেলে বদি আলম বলেন, ‘মাছগুলো পাইকারী ক্রেতার কাছে বিক্রি করা হয়। রোববারও ৪ লক্ষ টাকার মাছ পেয়েছি আমরা। অন্য বছরের চেয়ে এবছর জালে প্রচুর মাছ ধরা পড়ছে।’
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সাবেক মেম্বার নুরুল আমিন বলেন, ‘জেলেদের হৈচৈ শুনে এগিয়ে দেখি সেখানে মাছের স্তুপ। এ সময় স্থানীয়রা ভিড় করেন।