চট্টগ্রাম-কুয়েত রুটে সপ্তাহে তিন দিন চলবে জাজিরা এয়ার

জাজিরা এয়ারলাইন্সের একটি বিমান - সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ১১:৩৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ১১:৩৫
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু করছে জাজিরা এয়ারলাইন্স। আগামী ২৪ জানুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফ্লাইট শুরু হবে।
সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার- এই তিন দিন কুয়েত-চট্টগ্রাম-কুয়েত রুটে ফ্লাইট চলবে। নির্ধারিত দিন সকাল পৌনে ৯টায় শাহ আমানত বিমানবন্দরে যাত্রী নিয়ে আসবে জাজিরা এয়ারলাইন্স। এরপর সকাল পৌনে ১০টায় কুয়েতের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে।
এয়ার গ্যালাক্সির চট্টগ্রাম প্রধান আসিফ চৌধুরী বলেন, উদ্বোধনী দিনের জন্য এয়ারবাস ৩২০ নিউর চট্টগ্রাম-কুয়েতের রুটে সব টিকিট বুক হয়ে গেছে। ১৭২ জন বুকিং দিয়েছেন এই ফ্লাইটের জন্য। যাত্রীদের চাহিদা বাড়লে আমরা ফ্লাইটের সংখ্যা আরও বাড়াব।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে দেশি-বিদেশি এয়ারলাইন্স। আন্তর্জাতিক রুটের যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিন বসানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।