ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশ বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি: এমপি শাওন

দেশ বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২ | ১২:৪১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ | ১২:৪১

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ বিরোধী সব অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই জন্মলগ্ন থেকে অপতৎপরতা চালাচ্ছে। এই অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তিতে তার পবিত্র আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে।

জনসভায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস- চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

আরও পড়ুন

×