বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ২২:৪৩ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ | ২২:৪৫
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আবদুল খালেক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শুক্রবার মধ্যরাতে গুরুতর অবস্থায় আব্দুল খালেক নামের একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। শনিবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চলতি বছর এ নিয়ে বরিশালে সর্বমোট ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
- বিষয় :
- বরিশাল
- ডেঙ্গুতে মৃত্যু
- ডেঙ্গু জ্বর