রৌমারী সীমান্তে ভারতীয় আটক

ছবি: বিজিবির সৌজন্যে
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২ | ০৯:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ | ১১:৪৭
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষাণ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তের ১০৫২-৬ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক পাষাণ আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান জানান, শুক্রবার রাতে নদীপথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক পাষাণ আলী। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করেন।
থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, পাষাণ আলীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দা য়ে মামলা হয়েছে। আজ রোববার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।