ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দিনাজপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত তিন

দিনাজপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত তিন

ফাইল ছবি

হিলি ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৫৫ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:০৪

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দিনাজপুরের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। 

বুধবার সকাল ৬টায় বিরামপুর-হাকিমপুর রেলপথের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত। 

হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি প্রাইভেট রেলগেটের উপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালক ও ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। 

ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহত ৩ জনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশায় রেলগেট দেখা যাচ্ছিল না। আবার রেলগেটে কোনো গেটম্যানও ছিল না। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে গেটকিপার সাইফুজ্জামান বলেন, ‘রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেট কার চালক সেটি না দেখে রেললাইনের ওপর প্রাইভেট কার উঠিয়ে দেন।’


আরও পড়ুন

×