ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নোয়াখালী প্রশাসনকে কাদের মির্জার আলটিমেটাম

নোয়াখালী প্রশাসনকে কাদের মির্জার আলটিমেটাম

ফেসবুক লাইভে এসে কথা বলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

কোম্পানীগঞ্জ ( নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৩১ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১৬

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, 'সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকারের কথা বলে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও আমার শক্তি ছিল জনগণ। যতদিন বেঁচে থাকি, জনগণের কথা বলব, সত্যের পথে অবিচল থাকব।'

বুধবার দুপুরে পৌরসভা কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা অভিযোগ করেন, 'আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ও থানার ওসি অর্থের বিনিময়ে অপরাজনীতির হোতাদের কাছে বিক্রি হয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন। নির্বাচনকে কলঙ্কিত করতে তারা নীলনকশা তৈরী করছেন।'

তিনি অভিযোগ করে আরও বলেন, 'আজ কোম্পানীগঞ্জে অস্ত্রের ঝনঝনানী চলছে। বহিরাগত সন্ত্রাসীরা এসে সমাবেশ করেছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তা আমরা জানতে চাই। আমরা এসব কথা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি।'

কাদের মির্জা আরও বলেন, যদি প্রশাসনের পক্ষপাতিত্ব বন্ধ না হয়, 'যদি কোম্পানীগঞ্জে অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ নির্বাচন না হয়। তাহলে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।'

তিনি বলেন, 'যে অভিযোগ আমরা করেছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে এর সমাধান না করলে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী থাকবে নোয়াখালী জেলা প্রশাসন, কোম্পানীগঞ্জের ইউএনও ও ওসি।'

আরও পড়ুন

×