ভালুকায় গাড়িচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৫
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় মর্জিনা আক্তার মুন্নি নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি গাজীপুর কালিগঞ্জের বাধারতি গ্রামের মুকুল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা আক্তার ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের কর্টন ডায়িং এন্ড স্পিনিং মিলে চাকরি করতেন। কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলী হোসেন বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।