হঠাৎ ঝড়ে বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, ৩ জেলেকে জীবিত উদ্ধার

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৫২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৫২
বঙ্গোপসাগরের দুবলার চরের কাছাকাছি মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। শুক্রবার রাতে আকস্মিক ঝড়ে ট্রলারগুলো ডুবে গেছে। তিনজনকে সাগর থেকে উদ্ধার করা হলেও এখনো অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বন বিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেছেন, 'মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে। সব মিলিয়ে জেলেদের ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার। এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।' খবর বিবিসির।
তবে ট্রলার মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা ১৫ থেকে ২০টি।
ট্রলার ডুবির পরপর রাত থেকেই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। তাদের সঙ্গে রয়েছে জেলেদের শতাধিক ট্রলার।
জানা যায়, বঙ্গোপসাগরের ছয় নম্বর বয়ার কাছাকাছি এসব ট্রলার ডুবে গেছে। ঝড়ের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আগাম কোন সতর্কবার্তা ছিল না।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- দুবলার চর
- মাছ ধরার ট্রলার
- জীবিত উদ্ধার
- ঝড়