ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সার্চ কমিটির নামে ‘আওয়ামী কমিটি’ হয়েছে: এমরান সালেহ প্রিন্স

সার্চ কমিটির নামে ‘আওয়ামী কমিটি’ হয়েছে:  এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২৪

সরকার নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির নামে ‘আওয়ামী কমিটি’ গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, কারও কোনো মতামতের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন আইন প্রণয়ন ছিল দূরভিসন্ধিমূলক, তা আজ প্রমাণিত হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে। তারা দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। নিজেদের অবৈধ-অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম-খুনসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহসভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়করুহুল আমিন খান প্রমুখ।


আরও পড়ুন

×