সাফারি পার্কে প্রাণীর মৃত্যু, তদন্তের দায়িত্ব যাচ্ছে সিআইডিতে

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একটি চিত্র
সমকাল প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৪৪
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।
রোববার সাফারি পার্কে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পরিবেশ সচিব আরও জানান, মৃত প্রাণীগুলোর ফরেনসিক পরীক্ষাসহ কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করবে সিআইডি।
এ ছাড়া মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিতে প্রাণীসম্পদ বিভাগের তিন প্রতিনিধিকে যুক্ত করা হবে বলেও জানান সচিব। তবে পরিদর্শনের পর সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও তদন্ত কমিটি গঠনের খবর ছাড়া তেমন কোনো তথ্য দিতে পারেননি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
উল্লেখ্য, গত এক মাসে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও ১টি সিংহের মৃত্যু হয়েছে।