ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

১৩ প্রাণির মৃত্যুতে সাফারি পার্কে বৈঠক, সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

১৩ প্রাণির মৃত্যুতে সাফারি পার্কে বৈঠক, সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:০০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক এক করে ১৩ প্রাণী মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এবং বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সদস্যরা জরুরি বৈঠকে করেছেন।

বুধবার বিকেলে সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ১১ জেব্রা, এক বাঘ ও এক সিংহীর মৃত্যুর কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি এবং বিশেষজ্ঞ বোর্ডের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি। কোনো গণমাধ্যম কর্মীকেও ঐরাবতী বিশ্রামাগারের দিকে যেতে দেওয়া হয়নি। বৈঠক শেষে কমিটির সদস্য কিংবা চিকিৎসক বোর্ডের কেউ কোনো মন্তব্যও করেননি। 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য নিষেধাজ্ঞা ছিল না। তবে স্যার বলেছেন, কোনো সাংবাদিককে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। ঐরাবতী বিশ্রামাগারে যাওয়ার প্রবেশ দ্বারও বন্ধ করে রাখা হয়েছিল। 

পার্কের প্রকল্প কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে সেটা তার জানা নেই। 

স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, পার্ক প্রতিষ্ঠার পর বুধবারই প্রথম সাংবাদিকরা টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য এর আগে পার্কে প্রবেশ করতে হলে কোনো সাংবাদিককে টিকিট কাটতে হয়নি। 

আরও পড়ুন

×