কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় দুই যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১৩:০৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১৩:০৪
কিশোরগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার ভাটারা-জোয়ারসাহারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. ইসমাইল (২৫) ও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুরাগালা গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ গ্রামের ইসমাইল পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুরাগালা গ্রামের এক যুবতীকে গত ৮ জানুয়ারি বিয়ের প্রলোভনে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ব্যাপারে ওই যুবতী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ইসমাইলসহ অপর ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ঢাকার ভাটারা-জোয়ারসাহারা এলাকা থেকে ইসমাইল ও তার সহযোগী উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গ্রেপ্তার দুই আসামিকে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ধর্ষণের অভিযোগ
- কিশোরগঞ্জ
- গ্রেপ্তার
- মামলার আসামি
- ঢাকা