ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাতকানিয়ায় অস্ত্রবাজদের গ্রেপ্তারে পাল্টাপাল্টি কর্মসূচি

সাতকানিয়ায় অস্ত্রবাজদের গ্রেপ্তারে পাল্টাপাল্টি কর্মসূচি

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো ও চন্দনাইশ সংবাদদাতা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৩

চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে খাগরিয়ায় অস্ত্রবাজির ঘটনায় এখনও উত্তেজনা কমেনি। শনিবার পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। অস্ত্রবাজদের গ্রেপ্তার দাবিতে একপক্ষ ঝাড়ূমিছিল করেছে। আরেক পক্ষ আয়োজন করে প্রতিবাদ সভা।

'আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও খাগরাবাসী' ব্যানারে মানববন্ধন ও ঝাড়ূমিছিল কর্মসূচি পালন করেন নারীরা। সেখান থেকে তারা অস্ত্রবাজদের হোতা খাগরিয়ার ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আকতার হোসেন ও সহযোগী হাছান মাহমুদকে গ্রেপ্তারের দাবি তোলেন। তারা বলেন, আকতার হোসেন ও তার অনুসারীদের হাতে জিম্মি খাগরিয়াবাসী। এ অবস্থা থেকে রক্ষা পেতে তারা প্রশাসনের নজর ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেন। এ সময় বক্তব্য দেন মোর্তজা বেগম, মোর্শেদা বেগম, মিনু আক্তার প্রমুখ।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথি চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে সাতকানিয়া আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব।

এ সময় তিনি বলেন, পার্থসারথির ওপর নৃশংস হামলার সঙ্গে জড়িত স্বতন্ত্র প্রার্থী জসিমসহ সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সাতকানিয়া আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন হাসান শাহীর সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

×