বুড়িচংয়ে ৬ জন নিহতের ঘটনায় ড্রামট্রাকচালক আটক

ছবি: র্যাবের সৌজন্যে
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০১:১১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:২৩
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ড্রামট্রাক চাপায় ৬ সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালক রবিনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ থানার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের মুরাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রবিনের বাড়ি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম।
রোববার সকালে র্যাব ১১ সিপিসি ২ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্ঘটনার পর রবিন ঘটনাস্থলের পাশে অপর একটি ড্রামট্রাকে করে দ্রুত স্থান ত্যাগ করে মালিককে ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানায়। ট্রাকের মালিক মো. আলেক (৫৫) তাকে ন্যূনতম ১ বছর আত্মগোপনে থাকার পরামর্শ দেয়। পরবর্তীতে সে ময়নামতি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গোপনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে তার মামার বাড়ি জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামে আত্মগাপেনে চলে যায়। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আচ করতে পেরে ভয়ে অন্যত্র আত্মগোপনের জন্য সিএনজি যোগে পালানোর সময় র্যাব তাকে আটক করে।
এদিকে শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ড্রামট্রাকচালককে আদালতে পাঠানো হবে বলে জানায় র্যাব।
শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় মাটিবাহী ড্রামট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৬ জন নিহত হয়।
- বিষয় :
- কুমিল্লা
- বুড়িচং
- ড্রামট্রাক চাপায় নিহত