ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোচিং সেন্টারে ঢুকে গেল ট্রাক্টর, আহত ৭ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ঢুকে গেল ট্রাক্টর, আহত ৭ শিক্ষার্থী

সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি- সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৫৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৫৭

দিনাজপুরের চিরিরবন্দরে একটি ইটবোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে কোচিং সেন্টারের ভিতর প্রবেশ করে উল্টে গেছে। এতে কোচিং সেন্টারের অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সামনে খুনিয়াদিঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সবাই ৯ম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নাইম, শাকিল ও সোয়াত।

এ ঘটনার প্রতিবাদে এবং চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে দিনাজপুর-পার্বতীপুর সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর থেকে ইট বোঝাই করে একটি ট্রলি দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে আউলিয়াপুকুর ইউনিয়নের পরিষদের সামনে খুনিয়াদিঘি নামক স্থানে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি পাশের রেনেসা কোচিং সেন্টারের ভিতর ঢুকে যায়। এসময় ওই কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং চলছিল।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আহত ট্রলির চালক ও ৩ শিক্ষার্থীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অনিয়ন্ত্রিত ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। আমরা তাদের বুঝিয়েছি, ট্রাক্টর চলাচল বন্ধে শিগগিরই পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিয়েছে। 

আরও পড়ুন

×