চাচার নির্মাণাধীন ভবনে পড়ে ছিল ফাহিমের লাশ

ফাহিম হোসেন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:০৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:০৯
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে ফাহিম হোসেন (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত তিনটার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর এলাকায় ওই শিশুর চাচার নির্মানাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম শরিফপুর মধ্যেপাড়া গ্রমের কৃষক মন্তাজ উদ্দিনের পালিত ছেলে। দীর্ঘদিন সন্তান না হওয়ায় ৫ মাসের শিশু ফাহিম কে দত্তক নিয়েছিলেন মন্তাজ।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, শনিবার মাগরিবের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফাহিমের বাবা-মা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রাত ১০টার দিকে মসজিদের মাইকে প্রচার করা হয়। রাত ২টার দিকে মন্তাজ মিয়ার বাড়ির ৫০ গজ উত্তরে বড় ভাই মতিন মিয়ার নির্মাণাধীন ভবনের গেইটের তালা খুলে ভেতরের একটি কক্ষে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
দেবপুর পুরিশ ফাঁড়ির এসআই কাজী হাসান উদ্দিন সমকালকে জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- কুমিল্লা
- বুড়িচং
- লাশ উদ্ধার
- মরদেহ
- শিশুর লাশ