সুনামগঞ্জে বাঁধের কাজ শেষ করার দাবিতে কৃষকদলের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০২:৫৯ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০২:৫৯
সুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি, ও নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না করার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা কৃষকদল।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন,বাঁধের কাজ নিয়ে প্রতি বছর অনিয়ম দুর্নীতি করা হয়। ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ এখনও শেষ করা হয় নি। এতে দুশ্চিন্তায় সময় পার করছেন হাওর পাড়ের কৃষকরা। সোনালী ফসল ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা।
সম্মেলনে দ্রুত হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সমাপ্ত করার দাবি জানিয়ে বলা হয়, হাওরের ফসল ডুবলে সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল অদুদ প্রমুখ।