বাগেরহাটে ৭ প্রতিমা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ১০:৩০
বাগেরহাটের চিতলমারীতে একটি দুর্গামন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার চরবড়বাড়িয়া পূর্বপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে এ হামলা হয়। শনিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজ আবজাল ও চিতলমারী থানার ওসি মীর শরিফুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চরবড়বাড়িয়া পূর্বপাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি নৃপেন বৈদ্য জানান, দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমাগুলোর মাথা ভেঙে রাস্তায় ফেলে রেখে যায়। শনিবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। পূজা দেখাকে কেন্দ্র করে বিরোধের কারণে শুক্রবার সন্ধ্যায় চরবড়বাড়িয়া পূর্বপাড়া গ্রামের ভ্যানচালক অজিত মণ্ডলকে কিছু সন্ত্রাসী বেদম মারধর করে। একই রাতে মন্দিরে হামলা চালানো হয়।
বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজ আবজাল বলেন, এর পেছনে কে বা কারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- বাগেরহাট
- চিতলমারী
- দুর্গামন্দির