ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বর্ষায় জরুরি কাজ ছাড়া কোনো কাজ না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্ষায় জরুরি কাজ ছাড়া কোনো কাজ না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও রাবার ড্যামের কাজ উদ্বোধনের আগে প্রকল্প এলাকা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী (ছবিতে সবার বামে)।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৬:৩১ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৬:৩১

পদ্মা নদীর ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি পরিদর্শনে গিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এখানে একটি প্রকল্প চলমান ছিল তা জলবায়ু পরিবর্তনের কারণে ভেঙে গেছে। এটি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকল্পের কার্যক্রম অসময়ে কেন নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ ছাড় করে অর্থ মন্ত্রণালয়। তারপর পানিসম্পদ মন্ত্রণালয় বরাদ্দ পেলে কাজ শুরু হয়। তবে প্রকল্পের কাজ যেন ভালো ও মজবুত হয়, সেজন্য এবার বর্ষার মধ্যে জরুরি কাজ ছাড়া কোনো কাজ করা হবে না।

রোববার দুপুরে পদ্মা নদীর ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহিদ ফারুক এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে পদ্মা নদীর ভাঙন দেখা দেয়। এ ছাড়া আমাদের উজানে ভারতের ফারাক্কা খুবই কাছে। বর্ষার সময় তারা সবকটি গেট খুলে দেয়। ফলে পানির স্রোতের ধাক্কাটি প্রথম এই এলাকায় লাগে এবং নদী ভাঙন দেখা দেয়। তাই আমাদের সেইভাবে তৈরি হতে হবে। এখানে ভাঙন রোধে যেভাবে প্রতিকার করা যায় সেভাবে প্রকল্প নেওয়া হয়েছে। এতে করে ভাঙন রোধ করা সম্ভব হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম  প্রমুখ। পরে প্রতিমন্ত্রী মহানন্দা নদীর ওপর নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

আরও পড়ুন

×