ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

তাইওয়ানে চীনা ক্যাপ্টেনকে কারাদণ্ড

তাইওয়ানে চীনা ক্যাপ্টেনকে কারাদণ্ড

তাইওয়ানের উপকূলরক্ষীরা ‘হং তাই ৫৮’ জাহাজে থাকা আটজন চীনা নাগরিককে ফেব্রুয়ারিতে আটক করে (ছবি-বিবিসি)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৯:০৭

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের তাইনান জেলা আদালত সাগরতলের ইন্টারনেট তার কেটে ফেলার দায়ে এক চীনের নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই ব্যক্তির নাম ওয়াং। 

তিনি টোগোর পতাকাবাহী ‘হং তাই ফিফটি এইট’ নামক একটি জাহাজের ক্যাপ্টেন। ফেব্রুয়ারিতে তাইওয়ানের কোস্টগার্ড সন্দেহভাজন হিসেবে তাঁকে চিহ্নিত করে। পরে তদন্তে দেখা যায়, তাঁর জাহাজ থেকে ফেলা নোঙরের আঘাতে তাইওয়ান ও পেংহু দ্বীপের মধ্যকার গুরুত্বপূর্ণ কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

যদিও ওয়াং দাবি করেছেন, তিনি ইচ্ছা করে কিছু করেননি। তবে প্রসিকিউশন জানিয়েছেন, জাহাজটির চলাচল প্যাটার্ন, নেভিগেশন চার্ট ও অন্যান্য প্রমাণ ইচ্ছাকৃত ক্ষতি করার দিকেই ইঙ্গিত করে। তাইওয়ানে এ ধরনের মামলায় এটিই প্রথম দণ্ডাদেশ। খবর- বিবিসি

আরও পড়ুন

×