ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভাইরাল ছবিটি ‘মাউন্ট এভারেস্টে’ ধারণকৃত নয়

ভাইরাল ছবিটি ‘মাউন্ট এভারেস্টে’ ধারণকৃত নয়

ছবি: রিউমর স্ক্যানারের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১৪:১৮

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি মাউন্ট এভারেস্টে ধারণকৃত। ছবিতে বরফের মধ্যে আবৃত অবস্থায় কয়েকটি মৃতদেহ সদৃশ বস্তু বা মানুষ দেখা যাচ্ছে। তবে ছবিটি এভারেস্টে ধারণকৃত নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান শেষে জানিয়েছে, ভাইরাল ছবিটি মাউন্ট এভারেস্টে তোলা নয় বরং স্পেন-ফ্রান্স সীমান্তের নিকটবর্তী পিরিনিজ পর্বতমালার ভিগনেমাল পর্বতে তোলা। বৈরী আবহাওয়ার বিশ্রাম নেওয়ার জন্য বরফের মধ্যে আবৃত অবস্থায় পর্বতারোহী অভিযাত্রীদের ছবি এটি।

উল্লেখ্য, পূর্বেও প্রায় একইরকম দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সূত্র: রিউমর স্ক্যানার

আরও পড়ুন

×