ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২১:১১

নেদারল্যান্ডসের হেগ শহরে আয়োজিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশনে (আইসিসিএমসিসি) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ আইবিএ স্পিরিট অব দ্য কম্পিটিশন পুরস্কার অর্জন করেছে।
গত ১১ জুন থেকে ১৮ জুন অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী এবং দীপাণ্বিতা চাকমা। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাফি ইবনে মাসুদ।

এই প্রতিযোগিতায় বিশ্বের ৪৫টি দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ৮৮টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদরদপ্তরে ওই আদালতের আদলে গঠিত কোর্ট রুমে তর্ক-বিতর্কে অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (আইবিএ) এ বছর প্রতিযোগিতায় প্রথমবারের মতো এই পুরস্কার প্রবর্তন করেছে।

গৌরবোজ্জ্বল এই অর্জনকে কেন্দ্র করে রোববার বেলা ১১ টায় রাজধানীর হোটেল লা ভিঞ্চির মোনালিসা হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যৎ আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারা বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দিতে সক্ষম।

অনুষ্ঠানে স্কুল অব ল-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা আইনের মতো একটি জটিল ও চ্যালেঞ্জিং বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিভা তুলে ধরেছে। এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুন

×