এশিয়ান কাপে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ২৩:৪২ | আপডেট: ০৩ জুলাই ২০২৫ | ০০:০৩
এশিয়ান কাপ-২০২৬-এর চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ড. ইউনূস। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
- বিষয় :
- প্রধান উপদেষ্টা