ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাণ-প্রকৃতি জাগানোর আহ্বানে সমগীতের বসন্ত উৎসব

প্রাণ-প্রকৃতি জাগানোর আহ্বানে সমগীতের বসন্ত উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ১১:১২

‘পৃথিবীর নদী বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘সমগীত’।

শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সংগীত পরিবেশনের মাধ্যমে বসন্ত উদযাপন করে সংগঠনটি। অনুষ্ঠানটি ফেসবুক লাইভ করেছে ঝিড়ঝিড়।

অধ্যাপক আনু মোহাম্মদ

দিনা তাজরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, শিল্পী কফিল আহমেদ ও অমল আকাশ।

অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ব্যক্তি মালিকানা ও পুঁজিবাদী ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থাকে নিকৃষ্ট করে রেখেছে। মুনাফালোভী স্বার্থপরদের জন্য আমাদের বাতাস হচ্ছে পৃথিবীর সর্ব নিকৃষ্ট। আমরা শ্বাস নিতে পারি না ঠিকমতো। কিছুদিন পর রাস্তায় হাঁটতে গেলে ছোট ছোট অক্সিজেনের সিলিন্ডার কাঁধে নিতে হবে।

উৎসবে গান পরিবেশন করেন কফিল আহমেদ, লীলা গানের দল ও কৃষ্ণকলি, সহজিয়া, স্টুডিও এলকেজি, তুহিন কান্তি দাস ও সমগীত। এ সময় সমগীতের পরিচালিত সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

×