ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নরসিংদী সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

নরসিংদী সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ০৮:২৪ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০৮:২৪

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নরসিংদী সদর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দলিল সম্পাদনকালে সেবা গ্রহীতাদের কাছ থেকে সংগৃহীত স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর, উৎস কর খাতের ৭০ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

গত ৩০ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম নরসিংদীর ওই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ২০২১ সালের ফি আদায়ের রেজিস্ট্রারগুলো যাচাই করে শুধু সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে মোট ৭০ লাখ ৬৮ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

এসময় গত ২০২০ সাল থেকে গত বছর পর্যন্ত ফি আদায়ের রেজিস্ট্রারসমূহও চাওয়া হয়েছে। এসব রেজিস্ট্রার পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশনে প্রতিবেদন পেশ করা হবে। কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন

×